Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয়, দূর্গাপুর, রাজশাহীর তথ্য বাতায়নে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

২০২১-২০২২ অর্থবছরের প্রধান অর্জনসমূহঃ

  • ০১টি উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন করা হয়;
  • ০১টি মডেল সমবায় সমিতি সৃজন করা হয়;
  • ১২৫ জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়;
  • বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক শতভাগ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হয়;
  • ধার্যকৃত সমবায় সমিতির শতভাগ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় ও পরিশোধ করা হয়;
  • ৬৭ টি সমবায় সমিতির (সক্রিয়) ২০২০-২০২১ সালের বার্ষিক নিরীক্ষা সম্পাদন কর হয়।

  • ২০২২-২০২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ
    • ০১টি উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন করা হবে;
    • ০১টি মডেল সমবায় সমিতি সৃজন করা হবে;
    • ১০০ জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হবে;
    • বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক শতভাগ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে;
    • ধার্যকৃত সমবায় সমিতির শতভাগ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় ও পরিশোধ করা হবে;
    • ৫৮ টি সমবায় সমিতির (সক্রিয়) ২০২১-২০২২ সালের বার্ষিক নিরীক্ষা সম্পাদন কর হবে।